News:
  1. প্রতিষ্ঠাকালীন ইতিহাসঃ

কিশোরগঞ্জ জেলাধীন ইটনা উপজেলার অন্তর্গত জয়সিদ্ধি ইউনিয়নে ভাটি এলাকায় বলাকুট নদীর তীরে ঐতিহ্যবাহী জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৭৪ সালে পহেলা জানুয়ারী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। তৎকালীন অত্র ভাটি অঞ্চল ছিল মাধ্যমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত। এলাকার কতিপয় শিক্ষানুরাগী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্ঠায় বিদ্যালয়টি গড়ে উঠে।

 

  1. প্রতিষ্ঠা লগ্নে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন জনাব সুকুমার ঘোষ (বি.এস.সি, বি.এড)। তিনি সুদীর্ঘ ৩৪ বছর পর্যন্ত অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে সমাসীন ছিলেন। 

 

  1. প্রতিষ্ঠাকালীন সময়ে সহকারী শিক্ষক ও কর্মচারি হিসেবে যাঁরা কর্মরত ছিলেন তাঁদের নামের তালিকাঃ
  2. জনাব মোঃ লুৎফর রহমান (নান্নু স্যার),  বি.কম ।
  3. জনাব মোঃ বদিউজ্জামান (সূফি স্যার),  বি.কম ।
  4. জনাব কালীচরণ ঘোষ (কেসি স্যার),  বি.কম ।
  5. জনাব মাওলানা মোঃ আবু মুছা,  কামেল ।
  6. জনাব আনন্দ মোহন দেবনাথ,  করণিক ।
  7. জনাব সুনীল চন্দ্র দেবনাথ,  দপ্তরী ।
  8. প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ের শ্রেণি ভিত্তিক শিক্ষার্থী তথ্যঃ-

৬ষ্ঠ শ্রেণি – ৪০ জন।

৭ম শ্রেণি -  ৩৫ জন

৮ম শ্রেণি -  ৩০ জন

৯ম শ্রেণি -  ২৫ জন।

১০ম শ্রেণি-  ২০ জন।

 

  1. জমি সংক্রান্ত তথ্যঃ

মোট জমির পরিমাণ ছিল ৩ একর ৩১ শতাংশ । 

  1. দাতাগণের তালিকাঃ  

১) জনাব আলহাজ্ব আমির উদ্দিন ,  জয়সিদ্ধি

         ২) জনাব নুরুল হক মোল্লা , জয়সিদ্ধি

         ৩) গণেশ চন্দ্র রায় , জয়সিদ্ধি